গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা হিসাবরক্ষণ অফিসার এর কার্যালয়
দাগনভূঞা, ফেনী ।
প্রতিশ্রুত সেবাসমূহ:
১) নাগরিক সেবা
ক্রমিক নম্বর |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা (কর্মদিবস) |
১. |
পারিবারিক পেনশন নিষ্পত্তি |
পিপিও এবং এডভাইস ইস্যু |
১. সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে পূরণকৃত সরকার নির্দেশিত ফরম/ছক/আবেদন; ২. নির্ধারিত ফরম বা ছক পেনশন শাখা অথবা অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। |
বিনামূল্যে |
১০ কর্মদিবস |
২. |
সরবরাহ সেবা, মেরামত ও সংরক্ষণ, সম্পদ সংগ্রহ ইত্যাদি খাতসহ উন্নয়ন খাতের বিল নিষ্পত্তি |
এডভাইস ইস্যু |
১. সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে পূরণকৃত সরকার নির্দেশিত ফরম/ছক/আবেদন; ২. নির্ধারিত ফরম বা ছক হিসাব শাখা অথবা অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। |
বিনামূল্যে |
০৭ কর্মদিবস |
২) দাপ্তরিক সেবা
ক্রমিক নম্বর |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা (কর্মদিবস) |
১. |
বেতন বিল নিষ্পত্তি (২৫ তারিখের মধ্যে দাখিল সাপেক্ষে) |
ইএফটি পদ্ধতি ব্যবহার;
|
১.আইবাস++ সফটওয়্যার ব্যবহার।
|
বিনামূল্যে |
১। পরবর্তী মাসের ১ম কর্মদিবসে। ২। অন্যান্য ক্ষেত্রে দাখিলের ০৩ (তিন) কর্ম দিবসের মধ্যে । |
২ |
জিপিএফ অগ্রিম, চূড়ান্ত পরিশোধ, গৃহ নির্মাণসহ অন্যান্য ঋণ অগ্রিম, ও ভ্র্রমণভাতা বিল নিষ্পত্তি; |
এডভাইস ইস্যু / অথরিটি ইস্যু |
১.সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে পূরণকৃত সরকার নির্দেশিত ফরম/ছক/আবেদন; ২. নির্ধারিত ফরম বা ছক হিসাব শাখা অথবা অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। |
বিনামূল্যে |
প্রাপ্তির তারিখ হতে ০৩(তিন) কর্ম দিবসের মধ্যে । |
৩ |
এলপিসি ইস্যু/প্রতিস্বাক্ষর ও পে স্লিপ ইস্যূ |
এলপিসি ও পে স্লিপ ইস্যু |
১.বদলি আদেশের কপি ও কর্মস্থল হতে ছাড়পত্রের কপি |
বিনামূল্যে |
০৭ (সাত) কর্ম দিবসের মধ্যে । |
৪ |
সরবরাহ ও সেবা মেরামত ও সংরক্ষণ, সম্পদ সংগ্রহ ইত্যাদি খাতসহ উন্নয়ন খাতের বিল নিষ্পত্তি |
এডভাইস ইস্যু |
১.সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে পূরণকৃত সরকার নির্দেশিত ফরম/ছক/আবেদন; ২. নির্ধারিত ফরম বা ছক হিসাব শাখা অথবা অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। |
বিনামূল্যে |
০৭ (সাত) কর্ম দিবসের মধ্যে । |
০৫ |
বেতন নির্ধারণ, সার্ভিসবহি, আনুতোষিক ও পেনশন নিষ্পত্তি |
১। বেতন নির্ধারণী পত্র ইস্যু; ২। সার্ভিসবহি প্রতিস্বাক্ষরকরণ; ৩। আনুতোষিক ও পেনশন এর ক্ষেত্রে পেমেন্ট অর্ডার ইস্যু। |
১। আবেদনপত্র ২। যথাযথভাবে পূরণকৃত সরকার কর্তৃক নির্দেশিত ফরম/ছক ৩। সার্ভিস বহি ৪। নির্ধারিত ফরম বা ছক হিসাব শাখা অথবা অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। |
বিনামূল্যে |
১০ (দশ) কর্ম দিবসের মধ্যে । |
০৬ |
মাসিক পেনশন |
ইএফটি মাধ্যমে |
১। ডি-হাফ ২। বিল ফরম ৩। আবেদনপত্র( প্রযোজ্য ক্ষেত্রে) ৪। নির্ধারিত ফরম হিসাব শাখা অথবা অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। |
বিনামূল্যে |
পরবর্তী মাসের প্রথম কর্ম দিবসের মধ্যে। |
০৭ |
সম্মানিত পেনশনারগণের লাইফ ভেরিফিকেশন (Life Verification) |
Ibas++ এবং App এর মাধ্যমে |
NID সহ পেনশনারের উপস্থিতি |
বিনামূল্যে |
পেনশনারের উপস্থিতিতে তাৎক্ষনিকভাবে |
(মোহাম্মদ আলমগীর ভূইয়া)
উপজেলা হিসাবরক্ষণ অফিসার
দাগনভূঞা, ফেনী ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস