Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা হিসাবরক্ষণ অফিসার এর কার্যালয়

দাগনভূঞা, ফেনী ।


প্রতিশ্রুত সেবাসমূহ:

১) নাগরিক সেবা

ক্রমিক নম্বর

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

(কর্মদিবস)

১.

পারিবারিক পেনশন নিষ্পত্তি

পিপিও এবং এডভাইস ইস্যু

১. সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে পূরণকৃত সরকার 

নির্দেশিত ফরম/ছক/আবেদন;

২. নির্ধারিত ফরম বা ছক পেনশন শাখা অথবা অর্থ 

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিনামূল্যে

১০ কর্মদিবস

২.

সরবরাহ সেবা, মেরামত ও সংরক্ষণ, সম্পদ সংগ্রহ ইত্যাদি খাতসহ উন্নয়ন খাতের বিল নিষ্পত্তি

এডভাইস ইস্যু

১. সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে পূরণকৃত সরকার

 নির্দেশিত ফরম/ছক/আবেদন;

২. নির্ধারিত ফরম বা ছক হিসাব  শাখা অথবা অর্থ 

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিনামূল্যে

০৭ কর্মদিবস


২) দাপ্তরিক সেবা

ক্রমিক 

নম্বর

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং 

পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

(কর্মদিবস)

১.

বেতন বিল নিষ্পত্তি (২৫ তারিখের 

মধ্যে দাখিল সাপেক্ষে)

ইএফটি পদ্ধতি ব্যবহার;


১.আইবাস++ সফটওয়্যার ব্যবহার।


বিনামূল্যে

১। পরবর্তী মাসের ১ম কর্মদিবসে।

২। অন্যান্য ক্ষেত্রে দাখিলের ০৩

(তিন) কর্ম দিবসের মধ্যে ।

জিপিএফ অগ্রিম, চূড়ান্ত পরিশোধ, 

গৃহ নির্মাণসহ অন্যান্য ঋণ অগ্রিম, ও ভ্র্রমণভাতা বিল নিষ্পত্তি;

এডভাইস ইস্যু / অথরিটি 

ইস্যু

১.সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে পূরণকৃত 

সরকার নির্দেশিত ফরম/ছক/আবেদন;

২. নির্ধারিত ফরম বা ছক হিসাব  শাখা অথবা 

অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিনামূল্যে

প্রাপ্তির তারিখ হতে

০৩(তিন) কর্ম দিবসের মধ্যে ।

এলপিসি ইস্যু/প্রতিস্বাক্ষর ও পে স্লিপ ইস্যূ

এলপিসি ও পে স্লিপ ইস্যু

১.বদলি আদেশের কপি ও কর্মস্থল হতে 

ছাড়পত্রের কপি

বিনামূল্যে

০৭ (সাত) কর্ম দিবসের মধ্যে ।

সরবরাহ ও সেবা মেরামত ও সংরক্ষণ, সম্পদ সংগ্রহ ইত্যাদি খাতসহ উন্নয়ন খাতের বিল নিষ্পত্তি

এডভাইস ইস্যু

১.সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে পূরণকৃত সরকার নির্দেশিত ফরম/ছক/আবেদন;

২. নির্ধারিত ফরম বা ছক হিসাব  শাখা অথবা 

অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিনামূল্যে

০৭ (সাত) কর্ম দিবসের মধ্যে ।

০৫

বেতন নির্ধারণ, সার্ভিসবহি, আনুতোষিক ও পেনশন নিষ্পত্তি

১। বেতন নির্ধারণী পত্র ইস্যু;

২। সার্ভিসবহি প্রতিস্বাক্ষরকরণ;

৩। আনুতোষিক ও পেনশন এর ক্ষেত্রে পেমেন্ট অর্ডার ইস্যু।

১। আবেদনপত্র

২। যথাযথভাবে পূরণকৃত সরকার কর্তৃক

 নির্দেশিত ফরম/ছক

৩। সার্ভিস বহি

৪। নির্ধারিত ফরম বা ছক হিসাব  শাখা অথবা 

অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিনামূল্যে

১০ (দশ) কর্ম দিবসের মধ্যে ।

০৬

মাসিক পেনশন

ইএফটি মাধ্যমে

১। ডি-হাফ

২। বিল ফরম

৩। আবেদনপত্র( প্রযোজ্য ক্ষেত্রে)

৪। নির্ধারিত ফরম হিসাব শাখা অথবা অর্থ 

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিনামূল্যে

পরবর্তী মাসের প্রথম কর্ম দিবসের মধ্যে।

০৭

সম্মানিত পেনশনারগণের লাইফ 

ভেরিফিকেশন

(Life Verification)

Ibas++ এবং App এর 

মাধ্যমে

NID সহ পেনশনারের উপস্থিতি

বিনামূল্যে

পেনশনারের উপস্থিতিতে 

তাৎক্ষনিকভাবে




(মোহাম্মদ আলমগীর ভূইয়া)

উপজেলা হিসাবরক্ষণ অফিসার

      দাগনভূঞা, ফেনী ।