Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক অর্জনঃ

উপজেলা হিসাবরক্ষণ অফিস, দাগনভূঞা, ফেনী কার্যালয়কে সম্পূর্ণভাবে iBAS++ পদ্ধতিতে সমন্বিতভাবে ইন্টারনেট ভিত্তিক বাজেটিং ও একাউন্টিং কার্যক্রম এর আওতায় আনা হয়েছে । সিটিজেন চার্টার ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্যমাত্রা অনুযায়ী কর্মকর্তা কর্মচারিদের বেতন বিলসহ অন্যান্য আনুষংগিক বিলসমূহ যথাসময়ে নিস্পত্তি করা সম্ভব হচ্ছে। বর্তমানে Electronic Fund Transfer ( EFT) পদ্ধতিতে সকল পর্যায়ের সরকারী কর্মকর্তাদের বেতন ভাতা পরিশোধসহ ডিডিও মডিউলের মাধ্যমে কর্মচারিদের বেতন ভাতা EFT এর মাধ্যমে পরিশোধ করা হচ্ছে । জাতীয় বেতন স্কেল- ২০১৫ এর আওতায় এই অফি‡m Kg©iZ প্রায় ১০০০ (এক হাজার) জন সরকারী চাকুরিজীবীর বেতন এবং প্রায়  ১১০০ (এক হাজার একশত) জন পেনশনভোগীর পেনশন Online এ নির্ধারণ করা সম্ভব হয়েছে। Online বেতন ও পেনশন নির্ধারণ কার্যক্রমের মাধ্যমে উল্লিখিত সংখ্যক সরকারি  চাকুরিজীবী ও পেনশনভোগীর পরিপূর্ণ Database প্রস্তুত করা সম্ভব হয়েছে । সিজিএ কার্যালয়ের আওতাধীন পে-পয়েন্টসমূহে বর্তমানে শতভাগ কর্মকর্ত/Kg©Pvixi বেতন ভাতা অনলাইনে দাখিল কার্যক্রম চলমান আছে। EFT পদ্ধতিতে পেনশনভোগীদের ব্যাংক একাউন্টে পেনশন পরিশোধের নিমিত্ত 'চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস, পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট' নিরলস সেবা দিয়ে যাচ্ছে এবং সিজিএ কার্যালয়ের আওতাধীন পে-পয়েন্টসমূহের মাধমে বর্তমানে শতভাগ পেনশনারের পেনশন  EFT পদ্ধতিতে পরিশোধ কার্যক্রম চলমান রয়েছে।এ পে-পয়েন্টের অধীন সকল কর্মকর্তা/কর্মচারিদের জিপিএফ ব্যালেন্স হালনাগাদ করতiBAS++ এআপলোডকরণসম্পন্নহয়েছে।